না ফেরার দেশে বাচিক শিল্পী গৌরি ঘোষ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

ফের নক্ষত্র পতন আবৃত্তি জগতে। চলে গেলেন প্রখ্যাত বাচিক শিল্পী গৌরি ঘোষ। আজ সকালেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি। জানা যায়, এক মাস আগে একটি স্ট্রোক হয়েছিল প্রখ্যাত এই বাচিকশিল্পীর, তারপর থেকেই শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয় তাঁর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রথমে অপর একটি হাসপাতালে ভর্তি করা হলে, শারীরিক অবস্থান ব্যাপক অবনতি ঘটতে থাকে । পরবর্তীতে বাধ্য হয়েই বাইপাসের ধারে এই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, আজ সকালে সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ মঞ্চে এক সময় নিজের আবৃত্তি দিয়ে শত জনগণের মন কেড়ে ছিলেন তিনি। সঙ্গী ছিলেন তাঁর স্বামী পার্থ ঘোষ। জুটি বেঁধেই আবৃত্তি ও বাচিক পরিবেশন করতেন তাঁরা। রেডিও উপস্থাপক হিসেবে নিজেদের কর্মজীবনের সূচনা করেছিলেন, পরবর্তীতে নিজেদের যৌথ শ্রুতিনাটক ‘কর্ণকুন্তী সংবাদ’- এর মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন তাঁরা।দেশ-বিদেশের নানা ছাত্রছাত্রীকে বাংলার বাচিক শিল্প সম্পর্কে অবগত করেছেন তিনি। আজ তাঁর মৃত্যুতে শোকাহত হয়েছে বাংলার আবৃত্তি প্রেমীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানিস্তানে ভারতীয়দের উদ্ধার নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের । এম ভারত নিউজ

আফগানিস্তানের ভারতীয়দের উদ্ধার সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, আজই এই বৈঠকে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারের পদ্ধতি এবং এখনও পর্যন্ত ঠিক কতজন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে সে বিষয়ে বিশদ তথ্য দিতে চলেছেন ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। সকাল ১১ টায় বৈঠক শুরু হওয়ার কথা। জানা যাচ্ছে, […]
News_1007

Subscribe US Now

error: Content Protected