মমতার বাজেটে আজ কোন চমক? এম ভারত নিউজ

Mbharatuser

বিগত কয়েক বছরে সামাজিক কল্যাণ খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার

0 0
Read Time:3 Minute, 7 Second

কেন্দ্রীয় বাজেট আগেই পেশ হয়েছে। এবার বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর ২টোয় বাজেট পেশ করবেন। তার আগে বিধানসভায় দুপুর ১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠকে বাজেট অনুমোদিত হবে। বাজেট পেশের আগে তথ্য কমিশনার নিযোগ নিয়ে বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে যোগ দেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপির সূত্রে খবর শুভেন্দু অধিকারীর ওই বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনাই প্রবল।

বিগত কয়েক বছরে সামাজিক কল্যাণ খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার। তৃতীয় বার সরকারে ফিরে লক্ষ্মীর ভান্ডার, নতুন কৃষকবন্ধু, পড়ুয়া ঋণকার্ড ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের পরিধি বাড়ানো হয়েছে। চলছে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল ও ট্যাব বিতরণ, নিখরচায় রেশন, ভাতা-সহ বিভিন্ন প্রকল্প। ভোটের আগে সামাজিক কল্যাণ ক্ষেত্রে বরাদ্দ কাটছাঁট করা কার্যত অসম্ভব।

মনে করা হচ্ছে এবারের বাজেটে সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে। সামাজিক কল্যাণ প্রকল্প চালানো, ঋণের বোঝা সামলানোর পর এই বাজেট পেশ তৃণমূল কংগ্রেস সরকারের কাছে পরীক্ষা। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তাই এই বাজেটের দিকে নজর থাকবে সব মহলের। একদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, অন্য়দিকে বকেয়া ডিএ দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে সরব হয়েছে কর্মী সংগঠনগুলি। এমতাবস্থায় সাধারণের কথা মাথায় রেখে সরকার কী পদক্ষেপ করবে, সেটাই দেখার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Bengal Budget: আজকের বাজেট এক নজরে। এম ভারত নিউজ

চা শিল্পের জন্য ছাড় দেওয়া হচ্ছে, ঘোষণা চন্দ্রিমার

Subscribe US Now

error: Content Protected