আদানি ইস্যুতে মুখ খুললেন শাহ। এম ভারত নিউজ

Mbharatuser

তবে এবার আদানি ইশুতে মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

0 0
Read Time:3 Minute, 11 Second

বিগত বেশ কয়েকদিন ধরেই আদানি ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। প্রতিদিনই আদানি ইসুতে উত্তাল হচ্ছে সংসদের দুই কক্ষ। বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ১৩ মার্চ পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মুলতুবি করে দেওয়া হয়েছে। সংসদে আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অবশ্য এর আগেও বিজেপির বিরুদ্ধে আদানিদের সাহায্য করার অভিযোগ তোলে কংগ্রেস। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে এবার আদানি ইশুতে মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কংগ্রেসের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে এক একান্ত সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘এই ইস্যুতে বিজেপির লুকিয়ে থাকার বা ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ তবে বিশদে এনিয়ে কিছু বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতে যেহেতু মামলাটি রয়েছে, তাই এক জন মন্ত্রী হিসেবে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।’

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপি করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকার লগ্নি গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। আদানিকাণ্ডে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের শুনানিতে গত শনিবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে কি আমরা ব্যবস্থা নেব? আমরা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। তা সরকারের কাজ।’ কিন্তু সেই সঙ্গেই তিনি আরও বলেন, ‘আমরা একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির পরামর্শ দিয়েছি।’

http://dhunt.in/JANiM

আরও পড়ুনও

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভার্চুয়াল বৈঠকে মোদী-ম্যাক্রঁ-টাটা, চুক্তি সম্পন্ন এয়ার ইন্ডিয়ার। এম ভারত নিউজ

ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি

You May Like

Subscribe US Now

error: Content Protected