ওমিক্রণে আক্রান্ত পঞ্চম ব্যক্তির হদিশ দিল্লিতে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 36 Second

দেশের মধ্যে আগেই চার জনের দেহে মিলেছে করোনার নয়া রূপ ওমিক্রনের হদিশ। এ বার সেই ওমিক্রন থাবা বসাল দিল্লিতেও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করার পরেই জানা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত। তাঁকে অতি দ্রুত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জৈন আরও জানিয়েছেন, বিদেশ থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের মধ্যে ১৭ জন কোভিড পজিটিভ। তাঁদের সকলেই চিকিৎসাধীন। রাজধানীতে ওমিক্রনে আক্রান্ত ধরা পড়ায় দেশে এই মুহূর্তে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

এদিকে, রবিবার সকালেই মুম্বইয়ের বিমানবন্দরে এক মেরিন ইঞ্জিনিয়ারের দেহে মিলেছে এই ভাইরাসের হদিস। দেশের মধ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায় কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা থেকেই রাজ্যে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী। কিন্তু তিনি বিদেশে যাননি। তাহলে তিনি কী ভাবে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। এরপরে শনিবার গুজরাতের জামনগরে আরও এক জনের দেহে ওমিক্রন পাওয়া যায়। কোভিড-এর এই নতুন রূপকে নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। ভারত-সহ একাধিক দেশ ওমিক্রণকে রুখতে আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ অনেক দেশ সীমান্ত বন্ধ করে দেওয়া শুরু করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জেগে উঠল ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি । এম ভারত নিউজ

ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। জেগে উঠেছে সেমেরু আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের জেরে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের, আহত বহু। সব মিলিয়ে এলাকায় আতঙ্কের আবহ। দ্রুত সাধারণ মানুষের স্বার্থে উদ্ধারকাজে নেমেছে ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগ। গতকাল অর্থাৎ শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ঘন […]

Subscribe US Now

error: Content Protected