Read Time:51 Second
নেপালে প্রবেশ করার আগে ভারতীয়দের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দেখাতে হবে বলে জানিয়ে দেওয়া হল । এবার থেকে নেপালে গেলে ভারতীয়দের পরিচয় পত্র দেখাতে হবে এমনটাই জানিয়ে দিল কেপি ওলির নেপাল সরকার। নেপালের গৃহ মন্ত্রী রাম বাহাদুর থাপা জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের প্রশাসন এখন যথেষ্ট সতর্ক। সেই কারণেই ভারত থেকে যারা তাঁদের দেশে প্রবেশ করবেন তাঁদের রেকর্ড রাখা হবে । তবে, ভারতীয়দের নেপাল ভ্রমণে বিধিনিষেধ রাখা হচ্ছে না।
