ক্ষমতায় আসার পর আমেরিকার নয়া রাষ্ট্রপতি জো বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। সেখানে দুটি দেশ দৃড় প্রতিজ্ঞ হন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অতিমারি মোকাবিলা সর্বত্রই দ্বিপাক্ষিক যৌথভাবে অংশগ্রহণ করার বিষয়ে
গতকাল দুই দেশের রাষ্ট্রনেতা এবং তাদের কর্মী বৃন্দ দের মধ্যে টানা দুই ঘণ্টাব্যাপী ভার্চুয়াল বৈঠক চলে এবং তারপরেই দুটি দেশ সিদ্ধান্তে আসেন যে আগামী দিনে পরিবেশ সংক্রান্ত সমস্যা থেকে উদ্ধার পেতে একে অপরের সহায়তা করবেন পাশাপাশি চীনের মোকাবেলা করতেও একে অপরের পাশে থাকবেন।এদিকে বাইডেন সরকারের তরফ থেকে চীনের কাছে অনুরোধ জানানো হয় দুজন কানাডিয়ান নাগরিককে মুক্তি দেওয়ার জন্য যারা ইতিমধ্যেই চীনের কারাগারে বন্দি।
পাশাপাশি নিজের বক্তব্যের মাধ্যমে তিনি বলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে নিকটতম মিত্র দেশ কানাডা। যদিও গতকালের এই বৈঠকের একটি বিশেষ কারণ হলো প্রথাগতভাবে আমেরিকার নতুন প্রেসিডেন্ট পদে যোগদানের পর বিদেশ সফরের ক্ষেত্রে কানাডা কেই বেছে নেওয়া হয়ে থাকে । তবে এইবার করোনা আবহে এই বিদেশ সফর করা সম্ভব হয়নি ফলে তারই পরিবর্তিত রূপ হিসেবে এই বৈঠক করা হয়।