পূর্বমেদিনীপুরের কোলাঘাটের মাটির ঘর থেকে সোজা অস্ট্রেলিয়া। মাঝে চড়াই উতরাই রাস্তা। তাতেও থমকে না থেকে এগিয়ে গিয়েছেন দয়ানন্দ রানি। স্বপ্নটা ঘুমিয়ে নয়। জেগেই দেখেছিলেন দয়ানন্দ। তাই তো শত কষ্টকে সঙ্গী করে আজ সে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে ১২ ই নভেম্বর অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। গরানি বাড়ির ছেলের এই কর্মকাণ্ডে গর্বিত কোলাঘাট তথা পূর্ব মেদিনীপুর। জানা গিয়েছে ডান হাতে ১৬০ কিলোমিটার এবং বাম হাতে ১৩০ কিলোমিটার বেগে থ্রোডাউন বল করতে পারেন দয়ানন্দ।
বাবা লক্ষীকান্ত গরানির কথায় ছোট থেকেই খেলাধুলার শখ ছিল ছেলের, পড়াশুনাতেও বেশ ভালো, পাশাপাশি ছিল প্রতিদিন যোগব্যায়াম সহ অক্লান্ত পরিশ্রম। অন্যদিকে খুশিতে চোখে জল ধরে রাখতে পারলেন না দয়ানন্দের মা। ছেলের প্রশংসা করতে করতে দুচোখ বেয়ে জল নেমে এল। ছেলের এমন সাফল্যে বেজায় খুশি গরানি দম্পতি। প্রত্যেক দিন নিয়ম করে সূর্য ওঠার আগে থেকেই ব্যায়াম ও ক্রিকেট নিয়ে অভ্যাস করত ছেলে।
এমনটাই জানালেন গর্বিত মা। সোনার ছেলে
র এই খবর ছড়িয়ে পড়তেই কোলাঘাটের সমাজসেবী আবিদার মল্লিক পরিবারের সঙ্গে দেখা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ দয়ানন্দ গরানিকে সারাবিশ্ব চিনবে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা গর্বিত প্রত্যন্ত গ্রামের ছেলে আজ জাতীয় স্তরে পরিচিত হল।