Read Time:1 Minute, 25 Second
সেরাম ইন্সটিটিউটের তৈরী করোনার যতিকা কিনবে ব্রিটেন । মঙ্গলবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে ব্রিটেন সরকার । করোনা পরিস্থিতি সামাল দিতে নাজেহাল ব্রিটেন সরকার । করোনার নয়া স্ট্রেনের ফলে সে দেশে সংক্রমণ বাড়ছে লাগাম ছাড়া ভাবে । সংক্রমণ রুখতে প্রয়োজন বার বার টিকাকরণের । তাই। সরকারি-বেসরকারি সবরকম ভাবেই চলছে টিকাকরণ । উদ্দেশ্য একটাই, করোনাকে হারানো । আর সেই কারণেই ফের ১০০ মিলিয়ন ডোজের টিকার বরাত দিয়েছে বরিস জনসনের সরকার । আর সেই ১০০ মিলিয়নের মধ্যেই ১০ ম্লিয়ন ডোজ পাঠাবে পুনের সেরাম ইন্সটিটিউট । অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড তৈরী করছে ভারতের সেরাম । যার প্রয়োগ ইতিমধ্যেই ভারতে শুরু হয়ে গেছে । এই মুহুরতে ভারতে দ্বিতীয় পর্বের টিকাকরণ চলছে । শুধুমাত্র দেশে নয়, বিদেশেও এই টিকা সরবরাএর মাধ্যমে সাহাজ্যের হাত বাড়িয়েছে সেরাম ।
