বাংলায় আরও হোটেল খোলার কথা ঘোষণা করলেন আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর সঞ্জীব পুরী। এই মুহূর্তে কলকাতায় আইটিসির দু’টি হোটেল রয়েছে এবং কলকাতা বাদ দিয়ে সারা বাংলায় রয়েছে আরও ৩টি। তবে এবার আরও হোটেল খোলার কথা জানালেন সঞ্জীব পুরী। উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যিক সম্মেলনে দুবাই গিয়েছেন। সেখানেই তাঁর পাশে দাঁড়িয়েই আজ এই ঘোষণা করলেন আইটিসি কর্তা।

তিনি জানান, ‘শীঘ্রই পশ্চিমবঙ্গে আমাদের আটটি হোটেল খুলে যাবে।’ তাঁর মতে পশ্চিমবঙ্গের অবস্থান হোটেল ব্যবসার ক্ষেত্রে অনেকখানি উন্নত। সে ক্ষেত্রে বাংলায় ব্যবসা বৃদ্ধি করলে তা যথেষ্ট লাভজনক হবে। এছাড়াও পর্যটনের জন্যেও বাংলার গুরুত্ব অধিক মাত্রায় রয়েছে বলেও মনে করেন তিনি। বাংলার জিডিপি প্রসঙ্গেও তিনি জানান, দেশের গড় জিডিপির থেকে বাংলার জিডিপি বেশি। শুধু তাই নয়, বাংলা যে শিক্ষাক্ষেত্রেও গোটা দেশে নিজের উৎকর্ষতা প্রমাণ করেছে, সে কথাও এদিন বাণিজ্য সম্মেলনে তুলে ধরেন আইটিসি কর্তা।