বড় ঘোষণা মোদির! কেন্দ্র-রাজ্য সমঝোতা বাড়াতে নয়া কর্মসূচী। এম ভারত নিউজ

admin

কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিক সমেত মোট ২০০ জন প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

0 0
Read Time:2 Minute, 33 Second

কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমঝোতা বাড়াতে এবার বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। মূল বিষয় কর্মসংস্থান। পাশাপাশি নারীদের ক্ষমতা ও মর্যাদা রক্ষার বিষয় নিয়েও আলোচনা করা হবে এই কনফারেন্সে। সমস্ত রাজ্য়ের মুখ্যসচিবদের নিয়ে তিন দিনের সম্মেলনে বসছেন তিনি। ৭ ই জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এই বৈঠক চলবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিক সমেত মোট ২০০ জন প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০৪৭ সালের মধ্যে বিকাশ ভারতের লক্ষ্য়ে মানব উন্নয়নের উপরও জোর দিতে এবং অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে এই বৈঠক করা হচ্ছে। এছাড়াও এমএসএমই, অবকাঠামো, বিনিয়োগ, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন, পুষ্ঠি, দক্ষতার উন্নয়ন, অভিযোগ কমানো প্রভৃতি বিষয়গুলির ওপর বৈঠকে আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে। দেশের সব জেলাগুলির সার্বিক উন্নয়ন, অর্থনীতি ও মডেল নিয়েও আলোচনা করা হবে।

নীতি আয়োগের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী স্বয়ং এই বৈঠকে যোগ দেবেন আগামী ৬ ও ৭ই জানুয়ারি। বহুবার মুখোমুখি ও ভার্চুয়াল বৈঠক করে কনফারেন্সের এইসব বিষয়বস্তুগুলি চূড়ান্ত করা হয়েছে বলে খবর কেন্দ্রীয় সূত্রের। প্রসঙ্গত ২০২২ সালের জুন মাসে প্রথম এই বৈঠক হয়েছিল রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে। তারপর আবার এই বৈঠক হচ্ছে আজ থেকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের শিরোনামে বীরভূম, মিলল কোটি টাকার হদিশ! এম ভারত নিউজ

গরু পাচারের কালো টাকা সাদা করতে এইসব অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে খবর।

Subscribe US Now

error: Content Protected