দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, রাতেই ব্যবসায়ী কৌস্তুভকে গ্রেফতার করল ইডি। এম ভারত নিউজ

admin

ব্যবসায়ী কৌস্তুভ দীর্ঘ দিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর।

0 0
Read Time:3 Minute, 3 Second

আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। তার আগে দীর্ঘ ক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যবসায়ী কৌস্তুভ দীর্ঘ দিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর। কৌস্তুভের বিরুদ্ধে এর আগেও অনেক বার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর অফিস এবং বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দফতর। প্রায় দিন রাত এক করে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। সে সময় কৌস্তুভের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু তখন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

ইডি সূত্রে জানা গিয়েছে, কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দিয়েছিলেন কৌস্তুভ। তাঁর বক্তব্য মেনে নিয়ে ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল। সোমবার বিকেলেই ইডি দফতরে ঢুকেছিলেন কৌস্তুভ। টানা জিজ্ঞাসাবাদ করার পর রাত ১টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর। কৌস্তুভের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

কৌস্তভ রায়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন অফিসাররা। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ তথ্য–নথি তাঁর কাছে ছিল না। এত টাকা কোথা থেকে আসছে?‌ তা জানতে চান তদন্তকারীরা। যার যুৎসই জবাব দিতে পারেননি এই ব্যবসায়ী। আগেও আর্থিক অনিয়ম নিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এবারও একই অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে বলে ইডি সূত্রে খবর। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি তৈরি করার অভিযোগ। বিদেশ সফর নিয়েও বেশ কিছু তথ্য গোপন করেছেন তিনি বলে অভিযোগ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবিশ্বাস্য! টানা সাড়ে ৯ ঘণ্টা ব্যায়াম, নাম উঠল গিনেস বুকে। এম ভারত নিউজ

৯ ঘণ্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড! একটানা ব্যায়াম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন চেক প্রজাতন্ত্রের জোসেফ সালেক। দুই হাতের কবজি থেকে কনুই পর্যন্ত সমতলে ঠেকনা দেওয়া। পায়ের আঙুলের উপর ভর দিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে সরল রেখায় ব্যায়াম করছেন জোসেফ। মেদ ঝরানোর জন্য এই ব্যায়াম যে কতটা কষ্টসাধ্য তা যাঁরা […]

Subscribe US Now

error: Content Protected