বুলেট ক্যামরা বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার কি মিলবে স্বস্তি? যাদবপুর ছাত্র-মৃত্যুর ঘটনার পর থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে জোর জল্পনা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় ক্যামেরা না থাকায় র্যাগিং-এর দাপট বেড়ে গিয়েছিল এবং তা কারো চোখে পড়েনি বলে অভিযোগ আসে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসতে চলেছে ক্যামেরা। বিশ্ববিদ্যালয়ের কোন-কোন জায়গায় ক্যামেরা বসবে তা নিয়ে আগেই বৈঠক হয়ে গিয়েছে। আর ক্যামেরা লাগানোর কাজ শুরু হল এবার।

জানা গিয়েছে, মোট ২১টি ক্যামেরা বসছে বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও আরও ৩টি ক্যামেরা বসছে সার্ভার রুমে। বুলেট ক্যামেরা সহ মোট তিন প্রকারের ক্যামেরা বসানো হচ্ছে। যার মধ্যে রয়েছে, ANPR ক্যামেরা অর্থাৎ automatic number plate recognition, বুলেট ক্যামেরা (face recognition) এবং ৩৬০° ক্যামেরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার শেষ পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে যে সংস্থাকে, তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। বৈঠকের পরেই শুরু হয় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ।