Rampurhat Case: বড় ঘোষণা, রামপুরহাট থানার IC বদল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 42 Second

ফের রামপুরহাট কাণ্ডে নয়া মোড়। বদল করা হল রামপুরহাট থানার IC-কে। আগে এই থানার আইসি ছিলেন ত্রিদিপ প্রামাণিক এবং SDPO সায়ন আহমেদকে। বগটুই কাণ্ডের তদন্তের তাঁদের গাফিলতির কথা বার বার উঠে আসার পরই সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। নয়া ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে নিয়ে আসা হল দেবাশিস চক্রবর্তীকে। শীঘ্রই তাঁকে দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজই এই ঘোষণা করেছে প্রশাসনিক মহল। এর আগে Directorate Of Economic Offence -এ Inspector Of Police হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। এই মুহুর্তে তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। ক্রমাগত রামপুরহাটের প্রাক্তন আইসি এবং এসডিপিওকে জেরা করা হচ্ছে। তদন্তে বার বার এঁদের গাফিলতির কথা উঠে এসছে। সেই জন্যেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। জানা গিয়েছে, বগটুইতে ঘটে যাওয়া ঘটনার দিন কাছাকাছিই ছিলেন দুই আধিকারিক। তবু তাঁরা ঘটনাস্থলে যাননি কেন জিজ্ঞাসা করলে তাঁদের তরফে জানানো হয়, এত বড় ঘটনা যে ঘটেছে, তা SP এবং Additional SP -কে জানাননি IC। SDPO -ও নীরব ছিলেন। “ছোট আগুনের ঘটনা ঘটেছে”, বলে খবর গিয়েছিল তাঁদের কাছে। আর সেই কারণেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রামপুরহাটে উদ্ধার ড্রাম ভর্তি বোমা । এম ভারত নিউজ

রামপুরহাটে উদ্ধার ড্রাম ভর্তি বোমা। রামপুরহাট কাণ্ডে অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ি লাগোয়া জায়গা থেকেই রঙের ড্রাম ভর্তি বোমা পাওয়া গেছে। এই মুহুর্তে বোনাগুলি নিষ্ক্রিয় করে হলেও এই ঘটনা ফের নতুন মোড় এনে দিয়েছে বগটুই মামলায়। পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়ে ফের একবার প্রশ্ন উঠল এইবার। তবে ২১ শে মার্চ বগটুইতে […]

Subscribe US Now

error: Content Protected