না ফেরার দেশে চলে গেলেন দার্জিলিংয়ের হাবিলদার সাতপাল রাই । গতকাল তামিলনাড়ুর কুন্নুরের কাছে ঘটে যাওয়া এই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ যায় মোট ১৩ জন ভারতীয় জওয়ানের। আর তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় সেনার সাতপাল রাই । দীর্ঘদিন ধরেই সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল তাঁকে। ৪১ বছর বয়সী এই মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দার্জিলিংয়ের অন্যতম সাংসদর রাজু বিস্তার। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গতকাল সকালেই কথা হয়েছিল তাঁর সঙ্গে। তবে ইতিমধ্যে এই ঘটনায় ভয়াবহ শোকের ছায়া নেমে এসেছে দার্জিলিঙে।
প্রসঙ্গত উল্লেখ্য ,গতকাল তামিলনাড়ুর থেকে কুন্নুরের উদ্দেশ্যে রওনা দেওয়া এমআই-১৭ভি৫ কপ্টার গন্তব্যে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে মাঝ আকাশে। মূলত নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে কপ্টারটি। ফলে আগুন লেগে যায় কপ্টারটিতে। জানাযার সর্বপ্রথম পাঁচজনের মৃত্যু হলেও পরে ধীরে ধীরে সকল মৃত্যুর খবর আসতে শুরু করে। তারই মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় হাবিলদার সাতপাল রাই।