উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ আধিকারিকদের। এই নিয়ে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তৎপরতার সঙ্গে কাজ শুরু করা হয়েছে। গত কয়েক দিনে বেশ কয়েক দফায় বৈঠক করেছেন তাঁরা। তারপর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছেন তাঁরা। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীরা ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন এবং যারা পাননি প্রত্যেকের নাম্বার তালিকাভুক্ত করে গোটা তালিকাটি প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য গত ৭ বছর ধরে স্থগিত রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। কখনও মেধা তালিকা প্রকাশের পর তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হাইকোর্টে তরফে। কখনও বা তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। অথবা তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা। যদিও এ প্রসঙ্গে এডভোকেট জেনারেল সঙ্গে বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব। এই প্রসঙ্গে চাকরির পরীক্ষার্থীরা দাবি জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ শে জুলাই এর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। আর সেই কারণেই আগামী বৃহস্পতিবার এর মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।