পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ফের টুইটে তৃণমূলকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রসঙ্গত শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৯ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। এই প্রসঙ্গেই রাজ্যপাল টুইটে লেখেন, “বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে রাজ্য। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলিকে রুখতে ব্যস্ত হয়ে পড়েছেন। যাঁরা পুলিশ–প্রশাসনে উচ্চপদে রয়েছেন, তাঁরা রাজ্যের আইন–শৃঙ্খলার এই পরিস্থিতিতে দায়িত্ব এড়াতে পারেন না।”এরপর তিনি রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে খোঁচা দিয়ে টুইটে লেখেন, রাজ্যের বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক দূরে রয়েছেন ডিজিপি। এটা খুবই উদ্বেগের বিষয়। রাজ্যপালের টুইটের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।তিনি বলেছেন, “বেশিরভাগ জঙ্গি সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। সেক্ষেত্রে বিএসএফ কেন আগে থেকে ব্যবস্থা নিচ্ছে না? তারা তো কেন্দ্রের অধীন। তাই রাজ্যকে আগে দোষারোপ না করে কেন্দ্রের কাছে জবাবদিহি চাওয়া উচিত রাজ্যপালের।”
