ধনকড়-সৌগত টুইট যুদ্ধ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ফের টুইটে তৃণমূলকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রসঙ্গত শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৯ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। এই প্রসঙ্গেই রাজ্যপাল টুইটে লেখেন, “বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে রাজ্য। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলিকে রুখতে ব্যস্ত হয়ে পড়েছেন। যাঁরা পুলিশ–প্রশাসনে উচ্চপদে রয়েছেন, তাঁরা রাজ্যের আইন–শৃঙ্খলার এই পরিস্থিতিতে দায়িত্ব এড়াতে পারেন না।”এরপর তিনি রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে খোঁচা দিয়ে টুইটে লেখেন, রাজ্যের বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক দূরে রয়েছেন ডিজিপি। এটা খুবই উদ্বেগের বিষয়। রাজ্যপালের টুইটের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।তিনি বলেছেন, “বেশিরভাগ জঙ্গি সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। সেক্ষেত্রে বিএসএফ কেন আগে থেকে ব্যবস্থা নিচ্ছে না? তারা তো কেন্দ্রের অধীন। তাই রাজ্যকে আগে দোষারোপ না করে কেন্দ্রের কাছে জবাবদিহি চাওয়া উচিত রাজ্যপালের।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চিনকে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এক সাংবাদিক সহ দুই । এম ভারত নিউজ

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের মত হাইপ্রোফাইল ব্যক্তিদের ইমেল হ্যাকের খবর প্রকাশ্যে এসেছিল। বিষয়টি নিয়ে তদন্তকারীরা সেলও গঠন করে। তবে এবার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। আর তা হলে কেউ চিনা গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার করে। এই অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এক ফ্রিলান্স সাংবাদিককে। তাঁর সঙ্গে […]

Subscribe US Now

error: Content Protected