বাজেট পেশের তিনদিনের মধ্যেই মধ্যবিত্তের কপালে ভাঁজ। বাড়ল রান্নার গ্যাসের দাম । বাজেট পেশের পর সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মধ্যবিত্ত পরিবারগুলি । তবে এর মধ্যেই বেড়ে গেল গ্যাসের দাম। কলকাতায় বর্তমানে গ্যাসের মূল্য পূর্বের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা। বুধবার পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এর দাম বেড়ে হল ৭৪৫.৫০টাকা।

শুধু গ্যাসের দাম নয় , বাড়ল পেট্রোল এবং ডিজেলের দামও। যদিও ২০২১ এর ইউনিয়ন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, সিস বসলেও বাড়বেনা জ্বালানির দাম। তবে সে কথার সত্যতা বাস্তবের মাটিতে মোটেও খাটলোনা , উপরন্তু বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা। ডিজেলের দাম ৩৩ পয়সা হয়েছে। আজ থেকে দাম হল ৮০.৪১ পয়সা । দিল্লিতে পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ৮৬.৬৫ টাকা, ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ৭৬.৮৩ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ৯৩.২০ টাকা, ডিজেলের দাম ৩৭ পয়সা বেড়ে হল ৮৩.৬৭ টাকা।