২৭ জানুয়ারি, বুধবারঃ আজ ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাপোলোর ১৪২ নম্বর কেবিনে চিকিৎসক আফতাব খানের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজ সৌরভের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে আসেন বৈশালী ডালমিয়া। হাসপাতাল থেকে বেরিয়ে এসে বললেন, ভালোই আছেন মহারাজ, সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই ওনার চেক-আপ চলছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন।

পারিবারিক সুত্রের খবর, গতকাল রাত থেকে সৌরভের বুকে ব্যথা শুরু হয়। এরপর আজ আবারও শারীরিক অসুস্থতা দেখা দিলে পড়লে তখনই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওনার অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, এর আগে ২ জানুয়ারি শরীরচর্চার সময় আচমকাই মাথা ঘুরিয়ে পড়ে যান মহারাজ। সঙ্গে সঙ্গে বুকে ব্যথাও অনুভব করেন তিনি। এরপর ওনাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। টানা প্রায় ১ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে ওনার বুকে দুটি স্টেন্ট বসানো হয়। এরপর ৭ জানুয়ারি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। সেই ঘটনার ১ মাসের মধ্যে আবার তার পুনরাবৃত্তি ঘটে।