
প্রধানমন্ত্রীর হাত ধরে আজই সম্বলপুরে IIM-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে । আত্মনির্ভর ভারতের মূল কান্ডারী হতে পারে আজকের ছোট ছোট উদ্যোগী সংস্থাগুলি। আজকের ছোট ছোট ব্যবসায়ী কালকে হয়ে যেতে পারে ইন্ডাস্ট্রি , পৌঁছে দিতে পারে ভারতকে অর্থনৈতিক উন্নতির জায়গায়। অন্তত চীন-ভারত অসন্তোষের জায়গা থেকে বিবেচনা করলে ভারতের আত্মনির্ভরতা প্রয়োজন ভীষণভাবে। দেশের ভবিষ্যৎ অবশ্যই দেশের শিক্ষিত যুবসমাজ। তাই আজই ওড়িশা সম্বলপুরে আইআইএম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী । ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন তিনি।

শিক্ষা , সমাজের অগ্রগতির এক প্রধান স্তম্ভ তাই এই রূপ উদ্যোগের এক বিশেষ ভূমিকা থেকে যাবে ভারতের শিক্ষা ব্যবস্থায় । এই দিন শুধু প্রধানমন্ত্রী নয় সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী রমেশ পক্রিয়াল নিশাঙ্ক এবং শিক্ষা জগৎ এর নানান গুণী ব্যক্তি, আই এম এর কর্ণধার এবং ছাত্র ছাত্রীরা। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি । প্রত্যেকেই উপস্থিত থাকবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে উল্লেখ্য বিষয় এই যে, ওড়িশার শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীর অনুপাত অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেকটাই দৃষ্টিগোচর করার মত। ২০১৪ সালে সারাদেশে আইএম ক্যাম্পাসে সংখ্যা ছিল ১৩ টি, এবং বর্তমানে কুড়িটি।