0
0
Read Time:1 Minute, 16 Second
দিঘা DSDA সাফাই কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার নিউ দিঘাতে বিজেপির পক্ষ থেকে সাফাই কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা তপন মাইতির নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থকরা।
অভিযোগ, ২০০ টাকার বিনিময়ে ডি এইচ ডি এ-এর শ্রমিকদের প্রতিদিন টানা আঠারো ঘন্টা কাজ করানো হয়। তবু তাঁদের স্থায়ী কর্মী করা হয়নি। আর তাই শ্রমিকদের ছাঁটাই না করে তাঁদের স্থায়ীকরণের পাশাপাশি বেতন বৃদ্ধি ও কাজের নির্দিষ্ট সময় নির্ধারণের দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তপন মাইতি, চন্দন পয়ড়্যা, শঙ্কর গিরি, অনাদি জানা, শুক্ষেন্দু মাইতি, রাজেশ সেনাপতি ও অন্যান্যরা।