রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত, ধনকড়ের ভাষন নিয়ে বিতর্ক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

আজ দুপুর দুটো নাগাদ শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। বিধানসভা অধিবেশনের নিয়ম মেনেই রাজ্যের প্রধান তথা রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হতে চলেছে অধিবেশন। তবে এবার বিধানসভা অধিবেশনে রাজ্যপাল জাগদীপ ধনকারের ভাষণ নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় রয়েছেন রাজ্য সরকার। নিয়মমাফিক রাজ্য সরকারের তরফ থেকে লিখে পাঠানো খসড়া ভাষণের প্রেক্ষিতেই ভাষণ দিতে হয় রাজ্যপালকে। তবে এ রাজ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত দীর্ঘদিন ধরেই। তার ওপর কিছুদিন আগেই রাজ্যপাল জানিয়েছেন, নবান্ন থেকে রাজ্যপালের কাছে যে খসড়া ভাষণ পাঠানো হয়েছে তা কোন রকম ভাবে মনপুতঃ হয়নি রাজ্যপালের। ফলে আজকের এই অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে লিখে পাঠানো ভাষণ তিনি আদৌ পাঠ করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এইবিষয়ে রাজ্যপাল দাবি জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যোগাযোগ করেছিলেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেটের অনুমোদিত খসড়া ভাষণ পাঠানো হয়েছে রাজ্যপালকে। সেক্ষেত্রে আর কিছুই করার নেই তাঁর। রাজ্যপালের দাবি খসড়া ভাষণে এমন কিছু বিষয়ের উল্লেখ আছে যা স্বভাবতই অবাস্তব। তাই তা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবার দেখার বিষয় হল আজকের বিধানসভা অধিবেশনের সূচনায় রাজ্যপাল তাঁর ভাষণে ঠিক কী বলেন!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টেট মামলায় কমিশনকে অপদার্থ আখ্যা দিল হাইকোর্ট । এম ভারত নিউজ

আজকের টেট মামলার শুনানিতে কমিশনকে অপদার্থের আখ্যা দিল হাইকোর্ট। উচ্চ প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ এবং ইন্টারভিউ তালিকা নিয়ে করা মামলার প্রেক্ষিতে আজ শুনানি শুরু হয় হাইকোর্টে। এই মামলায় রীতিমত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের এই মামলায় ডেকে পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনকে। শুনানি চলাকালে বিচারপতি বলেন,” স্কুল […]
state_25

Subscribe US Now

error: Content Protected