কেজিএফ-এর রেকর্ড ভেঙে চারদিনেই ২০০ কোটি পেরোলো ‘পাঠান’। এম ভারত নিউজ

admin

বাহুবলী-কেজিএফ যা পারেনি তাই করে দেখাল শাহরুখের পাঠান। গত চার দিনে ভারতের বাজারে আয় ২১২ কোটি।

0 0
Read Time:3 Minute, 21 Second

বাহুবলী-কেজিএফ যা পারেনি তাই করে দেখাল শাহরুখের পাঠান। গত চার দিনে ভারতের বাজারে আয় ২১২ কোটি। বলিউডে হাতে গোনা কিছু ছবি নিয়ে হয়েছে এরকম মাতামাতি। শুরুর দিনেই ৫৭ কোটি টাকা নেট উপার্জনের পর চতুর্থ দিন ছবির আয় ৫০ কোটির উপরে। ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা মুক্তি পায়। পাঠান মুক্তির পর থেকেই রেকর্ড ভাঙছে। ভারতের বাজার থেকে ২১২ কোটি মতো আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। আর তার ফলে ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ করা বলিউড ছবির তকমাও পেয়ে গিয়েছে।


ছবি মুক্তির দু’দিনের মাথায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল কেজিএফ-এর দ্বিতীয় পর্ব। কিন্তু পাঠান সেই নজিরও ভেঙে ফেলেছে। দ্বিতীয় দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। অতিমারির পর পাঠানই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।

ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রেকর্ড ভাঙা। এই সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছিল ২০ জানুয়ারি। ক্রমবর্ধমান টিকিটের চাহিদার কারণে হল মালিকরা সকালের স্ক্রিনিং বাড়াতে বাধ্য হন। এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকেও ছবির পোস্টার আঁকা টি-শার্ট, ফোনের কভার পর্যন্ত বিলি করা হয়েছিল।

ছবির গান মুক্তির পরেই বয়কটের রব। গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক। তবুও পাঠান সুপারহিট। দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। এটি জনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে।

পাঠান স্পাই এজেন্টের গল্প। এর আগে বড় পর্দায় এ ধরনের ছবি দর্শকেরা ভালোই উপভোগ করেছেন। পাঠান-ও তাঁদের দারুণ ভালো লেগে গিয়েছে। একজন প্রাক্তন আর্মি ম্যানের স্পাই এজেন্ট পাঠান। তাঁকে ঘিরেই গল্পটি পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। একেবারে ‘অ্যাকশন প্যাকড’ মুভি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তথ্যচিত্র বিতর্কের মাঝেই মুখ খুললেন মোদী, কী বললেন জানুন। এম ভারত নিউজ

বিগত বেশ কিছু দিন ধরেই প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রকে নিয়ে বিতর্ক চলছে দেশে, বিদেশে।

Subscribe US Now

error: Content Protected