ক্রিকেটপ্রেমী দর্শকদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। করোনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে ভারত শ্রীলঙ্কা সিরিজের দিনগুলি। তবে এই খবর সামনে আসার পর থেকেই সমস্ত ক্রিকেটপ্রেমী দর্শকেরা মুখিয়ে ছিলেন পিছিয়ে যাওয়া তারিখের তালিকা জানার জন্য। ভারতের দুটি দল দুই দেশে খেলতে ব্যস্ত। তারমধ্যে শ্রীলংকার সঙ্গে ভারতের এই সিরিজটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সাধারণ মানুষকে কিছুটা চিন্তা মুক্ত করতে এগিয়ে এলেন জনপ্রিয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তা।

আজ দুপুর ১:১৫ নাগাদ নিজের টুইটার হ্যান্ডেল একটি টুইট করে আগামী এই ম্যাচের পরিবর্তিত সূচি প্রকাশ করেন জনপ্রিয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তা। এছাড়াও বিসিসিআইয়ের নয়া সচিব জয় শাহ এইবিষয়ে বিস্তারিত একটি সূচি প্রকাশ করেছেন। পূর্বনির্ধারিত সূচি অনুসারে এই সম্পূর্ণ সিরিজটি সম্পন্ন হবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। এক্ষেত্রে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ জুলাই, যেখানে তিনটি টি২০ অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৯ জুলাই। করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধির কারণে ম্যাচের দিন পিছিয়ে গেলেও, পূর্বঘোষণা অনুসারে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।