0
0
Read Time:1 Minute, 11 Second
দমদম ক্যান্টনমেন্টের গোড়াবাজারে আবাসনে ভাই-বোনের পচাগলা দেহ উদ্ধার। স্থানীয়রাই ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে শনিবার ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, ৬ বছর ধরে ওই আবাসনে থাকতেন সম্পর্কে ভাই-বোন অনিকেত ও দেবদূতি বন্দ্যোপাধ্যায়। কিছু বছর আগে ওঁদের মা মারা যাওয়ায় দুজনেই ওই ফ্ল্যাটে থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করত না বলেই জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ভাই-বোন। পুলিশ সূত্রে খবর, এদিন অনিকেতকে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে ও দেবদূতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।