হঠাতই দিল্লি সফর, তার আগেই মমতাকে চিঠি রাজ্যপালের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

আজই দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। আর তার আগেই ফের কড়া ভাষায় আক্রমণ হেনে মমতাকে চিঠি দিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত এক মাসে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে,বাংলার বর্তমান অবস্থা নিয়ে টুইট করতে দেখা গেছে রাজ্যপালকে।তবে গতকাল রাজ্যের প্রধান বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমান রাজ্যের ৫১ জন বিধায়কের ডেলিগেশন নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর তারপরই আজ হঠাৎ দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। জানা যাচ্ছে আজ বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন তিনি, ফিরবেন আগামী শুক্রবার।

যদিও এই তিন দিনের সূচি নিয়ে এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোন বিশেষ তথ্য পাওয়া যায়নি । তবে সূত্রের খবর অনুসারে জানতে পারা যাচ্ছে, এই ঝটিকা সফরে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। তবে তার আগেই মমতাকে কড়া ভাষায় চিঠি লিখে রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আরও একবার অবগত করেন তিনি। সেখানে তিনি লেখেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন রাজ্য সরকার? রাজ্যের মহিলাদের কোন নিরাপত্তা নেই। তা ছাড়াও সাধারণ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে কেন চুপ রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও গতকালের বৈঠকের পর রাজ্যের বিভিন্ন বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ভোট-পরবর্তী হিংসার ফলে রাজ্যে বিরোধী দলীয় সমর্থকদের সম্পত্তি নষ্ট হয়েছে। সেই বিষয়েও চিঠিতে উল্লেখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাগদীপ ধনকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিনা রেজিস্ট্রেশনের মিলবে ভ্যাকসিন,বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এম ভারত নিউজ

দেশের গণ টিকাকরণের মাত্রা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমনের হার নিম্নগামী হলেও, গণ টিকাকরণের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র সরকার। আগামী দিনে দেশে করোনার তৃতীয় ঢেউ এড়াতেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আর সেই কারণেই ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে […]

Subscribe US Now

error: Content Protected