একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম বঙ্গের রাজ্য রাজনীতি। রাত পোহালেই সপ্তম দফার ভোট। এরই মধ্যে আবার আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। খড়দহের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি কে লক্ষ্য করে হলো বোমাবাজি।এদিন সন্ধ্যেবেলা খড়দহের বন্দিপুর এলাকা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন তিনি।
সূত্রের খবর বন্দিপুরের কাছে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন শীলভদ্র দত্ত। তাঁর গাড়িটি দাঁড়িয়েছিল পিছন দিকে। ঠিক সেই সময়ই তাঁর গাড়িকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। গাড়ির পিছনের অংশে বোমা লাগলে বিরাট বিস্ফোরণ ঘটে। ক্ষতি হয় গাড়ির। অতি অল্পের জন্য বিরাট দুর্ঘটনার হাত থেকে রেহাই পান খড়দহের বিজেপি প্রার্থী। তিনি অবশ্য সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকেই। শীলভদ্র বলেন ” ভোটের আগের দিনই আমাকে বসিয়ে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল।কিন্তু এতে কোন ফল হবে না। এভাবে দমানো যাবে না আমাকে।”
গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর তৃণমূল ছাড়েন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তবে, বিধায়ক পদ ছাড়ছেন না বলেই জানিয়েছিলেন তিনি। বলেন, মানুষের ভোটে জিতেই বিধায়ক হয়েছেন, তাই সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। এর পর যোগ দেন বিজেপিতে এবং একুশের ভোটে তাঁকে খড়দহের প্রার্থী করেছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত,কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়েছেন মালদার বিজেপি প্রার্থী গোপাল দাস। এখনো হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেক্ষেত্রেও অভিযোগের তীর উঠেছিল শাসকদলের দিকেই। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।