BREAKING : মন্ত্রিসভা থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবারই হুগলি রিভার ব্রিজ কমিশনারসের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেয় মমতার সরকার। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য মন্ত্রিসভার পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন তিনি। তাতে তিনি লেখেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ইমেলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বেশকয়েকদিন ধরেই দাদার অনুগামী পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা। সেই থেকেই জল্পনা বাড়তে শুরু করে। পরে অরাজনৈতিক ব্যানারে সভাও করতে দেখা যায় শুভেন্দুকে। সভা থেকে বিতর্কিত মন্তব্য করে সেই জল্পনা আরও বাড়িয়ে দেন তিনি। তাঁর ঘনিষ্ঠ মহলে শোনা যায়, দলে গুরুত্ব পাচ্ছেন না বলে বেশ কিছু দিন ধরেই কাছের লোকজনের কাছে আক্ষেপ করছিলেন শুভেন্দু। তারপরই এমন সিদ্ধান্ত পোড়খাওয়া এই রাজনীতিবিদের। পাশাপাশি শুক্রবারই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়েন শুভেন্দু অধিকারী। নিজের পাইলট কার এবং এসকর্টও ছেড়ে দেন। আর এতেই শুভেন্দুর পদ্মশিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত আরও জোর পেল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বস্তিতে কঙ্গনা, টুইটে ভারতীয় বিচারব্যবস্থাকে ধন্যবাদ অভিনেত্রীর । এম ভারত নিউজ

অবশেষে স্বস্তি পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বম্বে হাইকোর্টে বড় জয় পেলেন অভিনেত্রী। প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে নায়িকার অফিস বাড়ি ভাঙা নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আজ সেই মামলার রায় দেন বিচারক। তাতে বলা হয়েছে এই মামলায় মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে। প্রসঙ্গত সেপ্টেম্বরে বেআইনি নির্মানের কারণেই মুম্বইয়ের পালি হিলে […]

Subscribe US Now

error: Content Protected