
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। উল্লেখ্য, শিক্ষক-শিক্ষিকাদের সম্মান প্রদান, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতে সকল প্রকার সুযোগ-সুবিধা পায় সহ একাধিক দাবিতে সল্টলেক সিটি সেন্টারের কাছে অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই তাঁদের সঙ্গে দেখা করতে যান ফুরফুরা শরীফের পীরজাদা।

এদিন আব্বাস সিদ্দিকী জানান, ন্যায্য দাবি দাওয়া নিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের যে আন্দোলন চলছে,তাকে সমর্থন জানাচ্ছি এবং পরবর্তীকালে শিক্ষক-শিক্ষিকাদের পাশে থেকেই আন্দোলন করব। তাঁর অভিযোগ, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাঁদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু সেইমত কোনও কাজ করেনি। আর তাই এই সরকারের বঞ্চনা, অন্যায়ের প্রতিবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষিকাদের পাশে থেকে আন্দোলন করবেন বলেই জানান তিনি।