ফের অক্সিজেনের অভাবে ৮ করোনা রোগীর মৃত্যু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

দেশজুড়ে করোনার দাপট, বেশ কয়েকটি রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে| কিন্তু এহেন সঙ্কটজনক পরিস্থিতিতেও যোগী সরকার অক্সিজেন সঙ্কট নিয়ে কোনোরকম অভিযোগ করেনি|কিন্তু এবার সেই যোগী সরকারের রাজ্যেই অক্সিজেনের অভাবে মারা গেলেন ৮ কোভিড রোগী।যদিও উত্তরপ্রদেশের অবস্থা দেখে মনে করা হচ্ছে, দিল্লির পরে যোগীরাজ্যই দেশের পরবর্তী কোভিড হটস্পট হতে চলেছে।অক্সিজেনের অভাবে আগ্রার পরশ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে, সে প্রসঙ্গে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ‘অক্সিজেন যে ফুরিয়ে এসেছে তা জেলা প্রসাসনকে জানানো হয়েছিল। কিন্তু কোনও লাভ নেই। অক্সিজেনের সরবরাহের অভাবে বাঁচানো যায়নি ৮ জনের প্রাণ।’কোভিড মৃত্যু প্রসঙ্গে আগ্রার জেলা প্রশাসক প্রভু সিং অবশ্য দাবি করেছেন, ‘এই অভাব সাময়িক। ২৪ ঘণ্টার মধ্যেই তা সমাধান করে ফেলবেন তাঁরা। তাঁর মতে, যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েছে তার ফলে আচমকাই অক্সিজেনের চাহিদাও বেড়ে গিয়েছে। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।’
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সাধারণ মানুষ নিশ্চিন্ত হতে পারছেন না, উদ্বেগ কাজ করছে মনের মধ্যে|রাজ্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, ‘‘উত্তরপ্রদেশ এখন করোনা প্রদেশ।’’ রাজ্যের পরিস্থিতি নিয়ে চিন্তিত সকলেই, মৃত দেহ স্তুপকৃত|কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘তাঁর রাজ্যে বেড, অক্সিজেন বা অন্যান্য মেডিক্যাল সামগ্রীর কোনও ঘাটতি নেই|’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অক্সিজেনের অভাবে করোনা আক্রান্তের মৃত্যু লেকটাউনে । এম ভারত নিউজ

অক্সিজেনের অভাবে মৃত্যু হল লেকটাউন এর এক বাসিন্দার ।লেকটাউন এক নম্বর পল্লীশ্রী তে করণা আক্রান্ত হয়েছিলেন বছর ৬৪এর সুমতি দত্ত। ঘটনাচক্রে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাব এই মৃত্যু হয় তাঁর তবে পরিবারের সদস্য এবং পাড়ার লোকেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, গত 8 ঘণ্টা ধরে ওই মৃতদেহ এখনও পর্যন্ত বাড়িতেই […]

Subscribe US Now

error: Content Protected