নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারে বসেই বক্তব্য রাখতে পারেন মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 59 Second

কিছুদিন আগে নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সেই দিনই। সব কর্মসূচি শেষে কলকাতায় ফিরে আসার কথা ছিল সেই দিন রাত্রেই, হঠাৎই কর্মসূচির পরিবর্তন করে থেকে গেলেন সেখানে, তারপর সেখানকার মানুষের সাথে গাড়ির ভেতরে বসেই সরাসরি কথা বলছিলেন তিনি গাড়ির দরজা খোলা ছিল, হঠাৎই একটি চাপ অনুভব করেন । পরবর্তীতে ডাক্তারদের সূত্রে জানানো হয় তার বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। তাহলে কি নির্বাচনী প্রচারে আসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রাম দিবস নন্দীগ্রামে উপস্থিত থাকবেন না নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী ? তাহলে কি এবার নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের পায়ে পা মেলাতে পারবেন না তিনি ?
হাসপাতালে শুয়ে হুংকার দিলেন তিনি বললেন, প্রয়োজন হুইলচেয়ারে সহায়তা নেবেন তবুও নির্বাচনী প্রচারে যাবেন।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা মোড় অব্দি চলতে শুরু করবে তৃণমূলের নির্বাচনী প্রচার মিছিল । বিকেল তিনটায় গান্ধী মূর্তির পাদদেশে থেকে শুরু হয় এই মিছিল শেষ হবে হাজরা মোড়ে। দুর্গাপুরের মঞ্চে যাওয়ার জন্য আজ বিমানে করে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে একবার হাজরার মঞ্চ হয়ে যাবেন তিনি। তবে বাংলার মানুষ হয়তো প্রথমবার ওই দাপুটে মুখ্যমন্ত্রী কে স্থিরভাবে চেয়ারে বসে বক্তব্য রাখতে দেখবেন।

বঙ্গের রাজনীতিতে নির্বাচনী লড়াই উনিশ বিশের। তাই নির্বাচনের আগে বারবার বঙ্গের মাটিতে আসছেন বিজেপির শীর্ষ নেতারা। অমিত শাহ খড়পুরে দিলীপ ঘোষের গড়ে বিজেপি প্রার্থী হিরণের হয়ে প্রচারকে নামবেন। সেখানে রোড শো করার কথা রয়েছে তাঁর। তাই বিজেপিকে একচুয়াল জমি ছেড়ে দিতে না চেয়েই হুইল চেয়ারে দুর্গাপুর পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে যাবেন সাধারণ মানুষের মাঝে নির্বাচনী প্রচার করতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফ্রান্স নেতৃত্বাধীন নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে ভারত । এম ভারত নিউজ

কোয়াড সদস্য হিসেবে ফান্সের তত্ত্বাবধানে যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে ভারত । ২০১৯ সালে যৌথ নৌ মহড়া শুরু করে ফ্রান্স, যার নাম দেওয়া হয় লা পেরোসেস (La Pérouse) । এই মহড়াতে চলতি বছরেই অংশ নিতে চলেছে ভারত । এপ্রিলের শুরুতেই বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ‘লা পেরোসেস’-এ অংশ নেবে ভারত । ভারতের পাশাপাশি […]

Subscribe US Now

error: Content Protected