Rampurhat Case : প্রশাসনের গাফিলতি, মেনে নিলেন মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

দেউচা পাচামির কয়লা প্রকল্প আটকাতেই রামপুরহাটের ঘটনা ঘটানো হয়েছে । এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী । আজ রবিবার শিলিগুড়ির সভা থেকে রামপুরহাট মামলায় সরব হলেন মমতা, পাশাপাশি তোপ দাগলেন সিবিআই তথা অন্যান্য বিরোধী দলকেও । তাঁর কথায়, সিবিআই এর আগে বহু মামলার তদন্তভার পেয়েছে কিন্তু কোনওটারই কিনারা করে উঠতে পারেনি । এবারে কি করে সেটাই দেখার । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করলে তিনি পাশে থাকবেন এবং সাহায্যও করবেন কিন্ত তা না হলে তিনিও পথে নামবেন । তাঁর বক্তব্য, “সিট ভাল কাজ করছিল। এখন সিবিআই তদন্ত করছে করুক, আমরা সাহায্য করব। কিন্তু কোনওভাবে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অন্য কাজ করলে ফের পথে নামব আমরা।” অন্যদিকে রামপুরহাটের ঘটনায় পুলিশের গাফিলতির কথাও মেনে নিয়েছেন তিনি । পাশাপাশি বলেন, যাদের উপর হামলা করা হয়েছে তাঁরা প্রত্যেকেই তৃণমূলের লোক ছিল । তৃণমূলের উপর হামলা চালিয়ে তৃণমূলকেই ফের কেন কথা শোনানো হচ্ছে ? এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, “হ্য়াঁ প্রথমে পুলিশের ভুল ছিল। খুন হয়ে যাওয়ার পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে। সেই জায়গায় পুলিসের ভুল আছে। আমরা অ্যাকশন নিয়েছি। তারপর ওসি, এসডিপিও-কে সরিয়ে দেওয়া হয়েছে। ২২ জনকে গ্রেফতার করা হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে সবাই তৃণমূল কংগ্রেসের।” শিলিগুড়ি থেকে মমতা আরও বলেন, “ডেডবডির রাজনীতি করছে৷ আমরা বিরোধী দল ছিলাম। কিন্তু কোনওদিন দাঙ্গা লাগাতে যাইনি। ডেউচা যাতে না হয় তাই রামপুরহাট করে দিয়েছেন। তাজপুরে বন্দর হচ্ছে তাই এত হিংসা। উত্তরেও শিল্প বাড়ছে। আসল উদ্দেশ্য যাতে শিল্প না হয়, চাকরি না হয়। যাতে জ্বালানির মূল্য বাড়লে মানুষ প্রতিবাদ না করতে পারে৷”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Corona Update : করোনা-কবলে বিশ্ব, এখনও সংকটে বহু দেশ । এম ভারত নিউজ

দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল হলেও বিশ্বের করোনা পরিস্থিতি যেন ভয় আরও বাড়িয়ে দিচ্ছে । ৩১ মার্চ থেকে সমস্ত কোভিডবিধি তুলে নেওয়ার ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও চলতি বছরের অগাস্ট মাসেই দেশে চতুর্থ ঢেউয়ের আঘাত হানার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা হানার দু’বছরে মধ্যে এবার সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে চিনে […]

Subscribe US Now

error: Content Protected