ফের উত্তপ্ত উপত্যকা ! সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত পুলওয়ামা। ২ বাহিনীর গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন ভারতীয় এক জওয়ান । সূত্রের খবর অনুসারে জানা গেছে , পুলওয়ামার হাঞ্জিন রাজপোড়া এলাকায় ৪ জঙ্গির আত্মগোপনের খবর এসে পৌঁছয় ভারতীয় সেনার কাছে । জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত থেকেই তল্লাশি অভিযানে নামে ভারতীয় জওয়ানরা। তল্লাশি অভিযানের আভাস পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গীরা। ফলে তার পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা। দুই দলের এই বিধ্বংসী গোলাগুলিতেই মৃত্যু হয় ঐ ভারতীয় জওয়ানের।

জম্মু কাশ্মীর জোনাল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হাঞ্জিন নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালাতে নামে ভারতীয় সেনা। প্রসঙ্গত উল্লেখ্য , কিছুদিন আগেই কাশ্মীরের সরকার গঠন নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর থেকেই গত কিছুদিন ধরে উত্তপ্ত উপত্যাকা । এর পেছনে পাক সরকারের মদত থাকতে পারে বলে ধারণা করছেন ভারতীয় বিশেষজ্ঞরা।