উড়ালপুলে অ্যাক্সিডেন্ট রুখতে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। এম ভারত নিউজ

admin

উড়ালপুলের অ্যাক্সিডেন্ট রুখতে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে বিভিন্ন উড়ালপুল গুলির ভার বহন ক্ষমতা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

0 0
Read Time:2 Minute, 15 Second

উড়ালপুলের অ্যাক্সিডেন্ট রুখতে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে বিভিন্ন উড়ালপুল গুলির ভার বহন ক্ষমতা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মহানগরীর একাধিক উড়ালপুলের ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হবে। ব্যস্ততম রাস্তার ভিত্তিতে বন্ধ রাখা হবে বিভিন্ন উড়ালপুল গুলি। দীর্ঘ সময় ধরে উড়ালপুল গুলির ভারবহন ক্ষমতা পরীক্ষা না হওয়ার কারণে তড়িঘড়ি এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য মহানগরীর একাধিক উড়ালপুলের মাধ্যমে দৈনন্দিন হারে যাতায়াত করে থাকেন লক্ষ লক্ষ মানুষ। তবে দীর্ঘদিন ধরে এই উড়ালপুল গুলির পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে বিভিন্ন সময়ে পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হয় বহু মানুষের । আর সেই কারণেই এবার তড়িঘড়ি সমস্ত উড়ালপুলের পরিবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক সম্পন্ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচ আর বিসি-র সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বপ্রথম মহানগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ উড়ালপুলের ভারবহন ক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। জানা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকেই পার্কস্ট্রিট উড়ালপুলের পরীক্ষার কাজ শুরু হবে দীর্ঘ চালানো হবে এই ভার বহন ক্ষমতা পরীক্ষার কাজ। সেক্ষেত্রে এটি মহানগরীর ব্যস্ততম উড়ালপুল হওয়ার কারণে মোট ৮ ঘণ্টা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে একগুচ্ছ ঘোষণা মমতার । এম ভারত নিউজ

একুশের বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্যের পর তৃতীয় বারের জন্য বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বুধবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী পা রাখলেন মধ্যমগ্রামে।

Subscribe US Now

error: Content Protected