0
0
Read Time:1 Minute, 12 Second
কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন । দেশের দায়িত্ব নিতে পারেন তাঁর বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের এক ঘনিষ্ঠ এই খবর জানিয়েছেন বলেই খবর । উত্তর কোরিয়ার নিয়ম হল কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ অবধি দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । এক্ষেত্রে তাহলে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে কিমের বোনকে ? একটি বৈঠকে এক নিয়মে কিম ঠিক করেছিলেন, তিনি না থাকলে তাঁর খুব কাছের কয়েকজনের অধিকার থাকবে সিদ্ধান্ত নেওয়ার । এই নিয়মে কোনও পরিবর্তন করা যায় কিনা তা নিয়েও বৈঠক হয়েছে বলেই জানা যাচ্ছে ।