বির্পযস্ত তামিলনাড়ু, ৯০০ কোটির অনুদান ঘোষণা কেন্দ্রের। এম ভারত নিউজ

admin

তিনি বলেন, কেন্দ্র ইতিমধ্যে দুই দফায় ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে

0 0
Read Time:2 Minute, 19 Second

ভারী বৃষ্টিতে বির্পযস্ত তামিলনাড়ু। তার জেরে তামিলনাড়ুর চার জেলায় মারা গিয়েছেন ৩১ জন। এবার রাজ্যটির জন্য ত্রাণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৃষ্টি-বিধ্বস্ত তামিলনাড়ুর জন্য ৯০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্র ইতিমধ্যে দুই দফায় ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে তামিলনাড়ুকে। চলতি অর্থবর্ষে খরচ করতে হবে সেই টাকা।

তামিলনাড়ুতে বন্যাকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত শুরু হয়েছে। একে অন্যের দিকে আঙুল তুলেছে তারা। এর আগেই কেন্দ্র অনুদান দিচ্ছে না বলেও অভিযোগ করেন রাজ্যটি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র অনুদান দেয়নি বলে অভিযোগ তোলেন।

এ’দিন সব অভিযোগ উড়িয়ে নির্মলা সীতারমণ বলেন, ‘এটিকে জাতীয় বিপর্যয় বলা যায় না। বরং রাজ্যের বন্যা পরিস্থিতির সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন’। তিনি আরও বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে এরকম অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে চেন্নাইয়ে। যেটি গত ১২ ডিসেম্বর চার জেলা – তিনকাসি, কন্যাকুমারী, তিরুনেলভেলি এবং ১৭ ডিসেম্বর তুতিকোরিনে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছি’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের কেজরিওয়ালকে তলব ইডির। এম ভারত নিউজ

যোগ দিতে বেরিয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

Subscribe US Now

error: Content Protected