
প্রিয়া মুখোপাধ্যায়ের পর এবার টিআরপি মামলায় গ্রেফতার রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি। বেশ কিছুদিন আগে সনামধন্য টিভি চ্যানেল রিপাবলিক টিভির ওপর অভিযোগ ওঠে তারা বিজ্ঞাপনের জন্য ফেক টিআরপির ব্যবহার করছে । তদন্তে নামার পর মুম্বাই পুলিশ জানায় রিপাবলিক টিভি সহ আরও দুটি টিভি চ্যানেলের নাম জড়িয়ে রয়েছে এই মামলায় ।

এরপর মুম্বাই পুলিশ বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ আইপিসির একাধিক ধারায় এই চ্যানেলের বিভিন্ন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে । গ্রেফতার করা হয়েছিল প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে । তখন তিনি বলেছিলেন সুশান্তের মৃত্যু মামলায় যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিল রিয়াবলিক টিভি সেই কারণেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এরপর মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করার হুমকিও দিয়েছিলেন অর্ণব।

এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয় । রিপাবলিক টিভির সিওও প্রিয়া মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর দায়রা আদালতে আবেদন করলে তাঁকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয় । এর পরেই আজ ভোরে রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ বলে জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা । রবিবারই তাঁকে অবকাশকালীন আদালতে পেশ করা হবে।