অবশেষে নন্দীগ্রামে অবস্থান বিক্ষোভ তুললেন তৃণমূল কর্মীরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- নন্দীগ্রামে অবস্থান-বিক্ষোভ তুলে নিল তৃণমূলের কর্মীরা। আজ নন্দীগ্রামে জেলাশাসকের হস্তক্ষেপেই অবস্থান-বিক্ষোভ তুলে নিতে বাধ্য হলেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অপরদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। অবশেষে ভোট গ্রহণ পর্ব শেষে গণনায় জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। অবশ্য তার আগে জয়ী হিসেবে নাম ঘোষণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কিছুক্ষণের মধ্যেই জল্পনা উস্কে দিয়ে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয় জয়ী প্রার্থী হিসেবে ।এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা, ঐদিন পুনর্গণনার দাবি জানানো হলে রিটার্নিং অফিসার না করে দেন। তারপর থেকেই রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।

মূলত পুনর্গণনার দাবিতে দীর্ঘ পাঁচ দিন ধরে অচল অবরুদ্ধ রাস্তা। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই এবার প্রশাসনের হস্তক্ষেপ দেখতে পাওয়া গেল। প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তাঁরা তাঁদের এই অবস্থান-বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গণনায় কারচুপি এবং পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মোরে আজ পাঁচ দিনে পড়ল বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। সেখানে গতকাল রাত্রে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করে কর্মীরা। মূলত জেলাশাসকের ওপর পুনর্গণনার বিষয়ে ভরসা করে জানানো হয়,পদ্ধতিগতভাবে এগোনো হবে পুনর্গণনার বিষয়ে। তাই এই মুহূর্তে অবস্থান-বিক্ষোভ তুলে নেওয়া হবে, বলেই জানান এক তৃণমূল কর্মী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুলির লড়াই, ফের উত্তপ্ত জম্মু -কাশ্মীরের সেপিয়ান উপত্যকা । এম ভারত নিউজ

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সেপিয়ান উপত্যকা। আজ জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির। সেনা এবং জঙ্গির লড়াই প্রাণ বাঁচাতে সেনার কাছে আত্মসমর্পণ করেছে আরও এক জঙ্গি।ওই জঙ্গি কয়েকদিন আগেই নাম লিখিয়েছিল জঙ্গি সংগঠনে। জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় কনিগাম এলাকায় একটি […]

Subscribe US Now

error: Content Protected