রাজ্যে শুরু হচ্ছে শিশুদের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

শিশুদের জন্য সুখবর ! বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে শিশুদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল’। জানা যাচ্ছে জাইডাস- ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়েই হবে এই ট্রায়াল। ইতিমধ্যেই এই সংস্থার তরফে ১২ থেকে ১৮ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে নির্দিষ্ট ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই ১০০ জনের শরীরে টিকাকরণ করানো হবে। জানা যাচ্ছে এই সপ্তাহের শেষে শুরু হতে চলেছে শিশুদের করোনার টিকা পরীক্ষামূলক ট্রাইল।

পার্কসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ নামক একটি প্রতিষ্ঠানেই শুরু হতে চলেছে এই ক্লিনিক্যাল ট্রায়াল। শিশুদের পাশাপাশি অন্যান্যদের শরীরেও করোনার এই টিকার পরীক্ষা করানো হবে। সব মিলিয়ে মোট ৫৪ টি কেন্দ্রে হবে করোনা টিকার পরীক্ষা। জানা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যেই এই পরীক্ষার ফলাফল সামনে আসবে। তার পরেই বোঝা যাবে এই টিকা শিশু সহ অন্যান্য ব্যক্তিদের জন্য ঠিক কতটা উপযোগী! জাইডাস কোম্পানি’ তাঁদের প্রস্তাবিত করোনা টিকার জন্য গোটা দেশজুড়ে ২৮ হাজার মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে টিকার ট্রায়াল চলছে । মূলত করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতেই তৎপর হয়েছে কেন্দ্র সরকার। পাশাপাশি আগাম টিকাকরণের মাধ্যমে শিশুদের শরীরে এই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে তড়িঘড়ি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই টিকা টিকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, হাসপাতালে ছেলে । এম ভারত নিউজ

এসএসকেএমে চিকিৎসারত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। আর তাঁকে দেখতেই আজ বিকেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কথা বলেন ডাক্তারদের সঙ্গে । জানা যাচ্ছে আজ সকালে হাঁটুর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁর মাকে। বর্তমানে উডবার্নওয়ার্ডে ভর্তি আছেন তিনি। এই মুহূর্তে ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক রাকেশ প্রামাণিকের […]

Subscribe US Now

error: Content Protected