ট্রেন লাইনে বসে গল্প করার ফলে দুর্ঘটনার কবলে প্রেমিকযুগল। শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রাখালঠাকুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেন লাইনে বসেই গল্পে মজেছিলেন প্রেমিক-প্রেমিকা। ঘুণাক্ষরেও টের পাননি ডায়মন্ড হারবার স্টেশনের প্লাটফর্মে ঢোকার জন্য গতি কমিয়ে ঢুকছিল ট্রেন। ড্রাইভার প্রাণপণে ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করলেও দেরী হয়ে যায় ট্রেন থামতে। দুজনকেই ধাক্কা মারে ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিকের,গুরুতর জখম প্রেমিকা। উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় প্রেমিকাকে।

এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার জিআরপি (GRP) থানার পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃতের নাম মাসুদ শেখ (১৮)। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য,কিছুদিন আগেই এই অসচেতনতার বলি হয়েছিলেন চার যুবক। উত্তর দিনাজপুরের চোপড়াই রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চারজনের। একইসময়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসার আগেভাগে টের না পাওয়ায় তাঁরা সরে যেতে পারেননি। এই ঘটনার পুনরাবৃত্তি ফের মানুষের অসতর্কতা এবং অসচেতনতার মর্মান্তিক পরিণতি।