বুধবার মালদহ জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখোমুখি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যে উঠে এল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অনিয়মের অভিযোগের কথা। গৌঢ়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদসূচক সম্ভাষণ জানানোর পরই উপাচার্যকে মমতার সটান প্রশ্ন , “আপনার ওখানে রিক্রুটমেন্ট কে করে?” উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ের নিয়োগের কাজ তাঁরাই করেন। এরপরেই মমতা বলেন, “আমি তো শুনছি রিক্রুটমেন্টের কাজ… কোনও এক ব্যক্তি সব রিক্রটমেন্ট করছে!” উপাচার্য এই কথার উত্তরে না বলার পরেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তাঁর কাছে এ নিয়ে ইনফর্মেশন রয়েছে। তাই ক্রসচেক করে নিতে হবে।
এদিন প্রশাসনিক বৈঠকে ধরে ধরে বিডিও ও পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন মমতা। এমনকি তালিকা ধরে তাঁদের নাম ডেকে বিভিন্ন কাজের খতিয়ান নেন। এদিকে মমতা উপাচার্যকে জানান, তাঁর কাছে এই বিষয়ে নির্দিষ্ট খবর আছে। তাই তিনি জিজ্ঞাসা করলেন। এর পরেই উপাচার্যের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, ‘গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিসে ভাল করছে?’ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের হস্টেলসহ অন্যান্য বিভিন্ন সমস্যার কথা বলার পর মমতা জানতে চান বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে পড়ুয়া সংখ্যা কত। তার পরই কলকাতা, সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্যাচ আপের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, ওই বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকরা গেস্ট লেকচারার হিসাবে পড়ালে মান বাড়বে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের, ছাত্রছাত্রীদের সুবিধা হবে, উপকৃত হবেন তাঁরা।