শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক বিধি-নিষেধ কমিশনের, এম ভারত নিউজ

admin

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে।

0 0
Read Time:3 Minute, 43 Second

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে। এরই মধ্যে প্রচার নিয়ে একাধিক বিধি-নিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন শর্ত মানলে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিলে অনুমতি দেওয়া হবে, রাজ্যের সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সেই নির্দেশ পাঠানো হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তারপরই রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিচ্ছিদ্র করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করবে না বলেই স্পষ্ট জানিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোনও মোটরবাইক ও সাইকেল ‍র‍্যালি করা যাবে না। আপত্তিকর কোনও সামগ্রী নিয়ে সভা ও মিছিলে যাওয়া যাবে না। একটি থানা এলাকায় কোনও রাজনৈতিক দল বা প্রার্থী দিনে সর্বাধিক তিনটি সভা করতে পারবেন। মিটিং-মিছিলের জন্য অন্তত তিনদিন আগে থেকে থানার অনুমতি চেয়ে আবেদন জানাতে হবে। যে দল আগে আবেদন করবে, তারই অগ্রাধিকার পাবে। ওসি এই সংক্রান্ত তথ্য রেজিস্টারে নথিভুক্ত করবেন। সকাল ১০ টা থেকে রাত ৮টার মধ্যে আবেদন করা যাবে। ওসি অনুমতি দিলে তবেই মিটিং-মিছিল করা যাবে।

পঞ্চায়েত ভোটে ২০২১ সালের মতো পরিস্থিতি যাতে তৈরি না তার প্রথম থেকে কোমর বেঁধে নামতে চাইছে কমিশন।বিরোধীদের প্রশ্ন, রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে বাস্তবে কী গতবারের মতো পরিস্থিতি তৈরি হওয়া আদৌ আটকানো সম্ভব হবে? তাই কংগ্রেস ও বিজেপির দাবি পঞ্চায়েত ভোট করানো হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে। শাসকদলের দাবি, এবারের পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের হাতে ছেড়েছে হাইকোর্ট।

এ সবের মধ্যেই শুক্রবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, শনিবারও মনোনয়ন ঘিরে উত্তেজনা বাঁকুড়ার বিষ্ণুপুর, পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের ডোমকল সহ একাধিক এলাকায়। প্রতিটা ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করাই কমিশনের কাছে একমাত্র চ্যালেঞ্জ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কড়া কমিশন, ডাকল সর্বদল বৈঠক। এম ভারত নিউজ

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ।

Subscribe US Now

error: Content Protected