জাল নোট পাচারকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 39 Second

জালনোট পাচার মামলায় অভিযুক্ত আসামিকে ধরতে গিয়ে উল্টে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে। ফাঁড়ির ওসি-সহ তিন পুলিশকর্মীকে লক্ষ্য করে হাঁসুয়ার কোপ মারার অভিযোগে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন মহিলাও বর্তমান। জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার দুপুরে জালনোট পাচারের অভিযুক্ত এক আসামিকে গাড়িতে তোলার সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর ছোঁড়ে। এরপরেই পুলিশকে রুখতে হাঁসুয়ার কোপও মারা হয় বলেই অভিযোগ। তাতে আহত হন ফাঁড়ির ওসি-সহ ৩ জন। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আহত পুলিশকর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জেলা পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় আহত হয়েছেন বৈষ্ণবনগরের কুম্ভীরা ফাঁড়ির ওসি তনবির আজাদ হাবিবও। এছাড়াও গুরুতর জখম হন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সমীরকুমার সিনহা এবং সিভিক ভলান্টিয়ার চয়ন সিংহ। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার জানিয়েছেন, “গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার অর্ন্তগত কুম্ভীরা ফাঁড়ির ওসি তনবির আজাদ হাবিবের নেতৃত্বে পুলিশ এক জালনোট কারবারীকে ধরে। এরপর তাকে নিয়ে আসতে গেলে গ্রামের কিছু দুষ্কৃতী ওই পুলিশ অফিসারদের ঘিরে ধরে। এরপর তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়। ঘটনায় দু’জন পুলিশ অফিসার ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এলাকায় পুলিশের টহল চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিশ্ব খাদ্য দিবসে বিশ্বের কিছু সেরা বিলিতি খাবারের সন্ধান জানুন । এম ভারত নিউজ

ভারতীয় খাদ্যতালিকার সাথে ওতোপ্রোতভাবে আজকাল জড়িয়ে পড়েছে বিদেশী খাবার। কন্টিনেন্টাল খাবারের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। ল্যাম্ব প্যাটি থেকে শুরু করে চিজ়ে মাখামাখি বেক্‌ড আলু বা মাংস, নানা ধরনের স্যালাড— কন্টিনেন্টাল পদের সংখ্যা নেহাত কম নয়।পাশাপাশি মন কেড়েছে আরোও বেশ কয়েকটি বিলিতি খাবার। আজ বিশ্ব খাদ্য দিবসে সেই সন্ধানই […]

Subscribe US Now

error: Content Protected