সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। প্রতিটি রাজ্যেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। এদিন দিল্লিতে সম্পুর্ণ লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ১৯শে এপ্রিল মধ্যরাত থেকে ২৬শে এপ্রিল সকাল পর্যন্ত রাজধানীতে চলবে সম্পুর্ন লকডাউন।
দিল্লিতে গত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ছাড়িয়ে গেছে সমস্ত রেকর্ড। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৪৬২ জন। এই সংখ্যা কিছুটা কমাতে এবং করোণার শৃঙ্খল ভাঙতেই এক সপ্তাহ সম্পুর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন যে, প্রথম দিন থেকেই করোনা সম্পর্কিত সমস্ত খবর নিয়ে মানুষের সঙ্গে সচ্ছ ছিল তাঁর সরকার। করোনা পরিস্থিতি কীভাবে ক্রমশ খারাপ হয়েছে এবং হাসপাতালের কী পরিস্থিতি সমস্ত মানুষকে পরিষ্কার জানিয়েছে তার সরকার। হাসপাতালের আইসিউ বেডের ঘাটতির কথাও স্পষ্ট জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন।
করোণা পরিস্থিতিতে দিল্লিতে অক্সিজেনের সরবরাহের ঘাটতি নিয়ে অভিযোগ তোলেন তিনি।এই ব্যাপারে কেন্দ্রকে দায়ী করে তিনি বলেন,” কেন্দ্র দিল্লিতে অক্সিজেন সরবরাহ বাড়াচ্ছে না। উপরন্তু দিল্লির প্রাপ্য অন্য রাজ্যে পাঠাচ্ছে।”
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে প্রথমে নাইট কার্ফু এবং পরে সপ্তাহান্তে কার্ফু জারি করা হয়। কিন্তু তবুও রাশ টানতে না পারায় অবশেষে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন কেজরিওয়াল।