বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে লাদাখে ভারত-চীন সীমান্ত।সীমান্তে ক্রমশ চীনের সামরিক শক্তি সেনা মোতায়েন করছে তা নিয়ে সীমান্ত মধ্যবর্তী উত্তেজনা তুঙ্গে। এলাকা ঘিরে জারি রয়েছে সর্তকতা। ভারত-চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সোনার সরাতে ফের বৈঠকে বসলেন ভারত- চীন সীমান্তবাহিনীর কমান্ডাররা। আজ নিয়ে মোট এই সমস্যা সমাধানে বারবার বৈঠকে বসেছে দুই দেশের সীমান্ত রক্ষীরা।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কঠিন আবহাওয়া প্রবন অঞ্চলগুলিতে ভারতের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা আরও জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে । বেশ কয়েকদিন ধরেই ভারতীয় সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে ।প্যাংগং লেক নিয়েও তীব্র অশান্তিতে ভুগতে হয়েছে ভারতকে ।তবে চিনের সামরিক শক্তি যতই কঠোর হোক না কেন ভারত স্পষ্ট জানিয়ে দেয় চিনের মুখোমুখি লড়তে ভারতও প্রস্তুত। ভারতীয় সামরিক শক্তি বৃদ্ধির কথা জেনে এবং লাদাখ ও অরুনাচলের মত কঠিন পরিবেশে নিজেদের জায়গা ধরে রাখতে তাই এবার এই নয়া পদক্ষেপ নিল চিন।