Read Time:50 Second
নিজের অভিনয় দক্ষতায় বরাবর দর্শকদের মনজয় করেছেন ভিকি। এবার তাঁকে দেখা গেল অন্য রূপে । নিজের ছবি ‘রাজি’-র গান ‘অ্যায় ওয়তন ওয়তন মেরে আবাদ রহে তু’ বীণায় সুর তুলে বাজিয়ে ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে । বাদ্যযন্ত্রের প্রতি যে এত অনুরাগ রয়েছে তা বোধহয় জানা ছিল না কারও। স্বাধীনতা দিবসের দিন সবাইকে চমক দিলেন ভিকি। সাদা কুর্তা-পায়জামায় সেজে বীণা বাজিয়ে সুর তুললেন তিনি। ট্রিবিউট দিয়েছেন নিজের গুরু ডক্টর রাধিকা বীণা সাধিকা-কে।
