0
0
Read Time:1 Minute, 17 Second
অধিকারী গড়ে ভাঙন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শক্তিবৃদ্ধি করল গেরুয়া শিবির। শুক্রবার বিজেপিতে যোগদান করলেন নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পবিত্র কর, নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের প্রায় 17 টি পঞ্চায়েতের বেশকয়েজন। এদিন বিজেপির হেস্টিংসের কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় 500 তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন।
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ঘর গোছাতে ব্যস্ত গেরুয়া শিবির। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। এসবের মাঝে খাস শুভেন্দু তালুকে বিজেপির থাবায় বেশ চাপে পড়েছে তৃণমূল। তবে কি এবারের নির্বাচনে পাশা ওল্টাবে পদ্মশিবির। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।