বঙ্গ ভোটের আগে বঙ্গের মাটিতে পদ্ম ফুল ফোটাতে বদ্ধ পরিকর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। আজ নবদ্বীপে মেগা র্যালির শুভ সূচনা করার আগে, মালদায় আড়াই হাজার কৃষকের সঙ্গে একসঙ্গে বসে সহভোজ করবেন তিনি। আজ মালদহে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকাল ১০.৫০ মিনিটে মালদায় নামবেন নাড্ডা। সেখান থেকে যাবেন ম্যাঙ্গো রিসার্চ সেন্টারে। সকাল সাড়ে এগারোটায় সাহাপুর মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করবেন তিনি।

বঙ্গ ভোটের আগে গত কয়েক মাস ধরে , বাংলার মাটিতে একের পর এক শীর্ষনেতাদের আগমন দেখতে পাওয়া গেছে। পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক নতুন নতুন কর্মসূচি। কখনও তফশিলি জাতির পরিবারের সঙ্গে ভুরিভোজ আবার কখনও কৃষকদের পরিবার থেকে চাল সংগ্রহ। তার জন্য ২৫০ বাই ২৫০ ফুটের সেই জায়গা কাপড়, ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে। মূল মঞ্চ ছাড়াও থাকছে ২০টি স্টল। সেখানে সমস্ত কৃষি সরঞ্জাম গুলিকে উপস্থাপন করা হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি সেই মাঠে বক্তব্য পেশ এর পর মাটিতে বসে খিচুড়ি, পাঁচমেশালি তরকারি ও চাটনি সহযোগে পংক্তি ভোজনের ব্যবস্থা করা হয়েছে ।