ধীরে ধীরে কাটছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। ক্রমাগত সুস্থ হয়ে উঠছে বাংলা। প্রতিদিনের দৈনিক সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যুর সংখ্যাও। আর করোনা সংক্রমনের সেই নিম্নগামী গ্রাফের রেখা অব্যাহত রেখে গত ২৪ ঘন্টায় রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে নজির গড়ল। স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। ফলে এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩২,৩৭৯। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া করোনা আক্রান্ত ধনাত্মক গ্যাসের শতকরা হার ১.৫০ শতাংশ।

স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, জানতে পারে গেছে মোট আক্রান্তের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগনায় । গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। যদিও করোনা সংক্রান্ত গ্রাফ একথা স্পষ্ট জানাচ্ছে, যে পূর্বের তুলনায় বেশ কিছুটা কমেছে এই সংক্রমণের মাত্রা। এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন।