নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একুশে নির্বাচনে প্রথম দিনেই বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন উত্তেজনামূলক ঘটনা। আজকে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ত্রিশটি বিধানসভা আসনে। আসনগুলির মধ্যে পুরুলিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনের তৃণমূল প্রার্থী হয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধেই উঠল এক বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ । সুজয়বাবু সেই কর্মীকে রিতিমত গুলি করে মেরে দেওয়ার হুমকি দেন বলেই অভিযোগ।
ঘটনাটি ঘটে পুরুলিয়ার ১২৭ নম্বর বুথের বাইরে। এই বুথের বাইরে আচমকাই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষ ও বছর মাঝখানেই এক বিজেপি কর্মী কে প্রকাশ্যে গুলি করে খুন করার হুমকি দেন তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, বিজেপি কর্মীর উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী বলছেন, “আমাকে চিনিস! গুলি করে দেব।” যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ, ওই বুথটিতে ইভিএমে কারচুপি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেখানকার প্রিসাইডিং অফিসার।
এই ঘটনাটিকে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমের হাতে আসা মাত্রই রাজ্য রাজনীতিও হয়েছে সরগরম। এবার এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশন কোনরকম ব্যবস্থা নেয় কিনা, সেটাই দেখার।