Read Time:1 Minute, 9 Second
ফের করোনা সংক্রমণে নতুন রেকর্ড । একদিনে প্রায় ৯৬ হজার মানুষ নতুন করে সংক্রমিত হলেন । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ । কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের। মোট মৃতের সংখ্যা ৭৫ হাজার ৬২ । করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। দেশে এখন অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ । করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে । মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রায় ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশেও করোনা বিপজ্জনক আকার নিয়েছে ।
